শিরোনাম

সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান রাশিয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার জন্য রাশিয়া আহ্বান জানিয়েছে।

রাশিয়ার একজন কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি টেলিগ্রামে লিখেছেন, সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং এটি সোমবার অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যত কী হবে, এবং রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কী পরিণতি অপেক্ষা করছে, তা এখনো পরিষ্কার নয়। তিনি বিশেষ করে গোলান হাইটসে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা ডিমিলিটারাইজড জোন ইসরাইলের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরের পরিস্থিতি নিয়ে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন।

এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ এবং তার পরিবার। রাশিয়া তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। রাশিয়ার বার্তাসংস্থা তাস এবং রিয়া নভস্তি জানিয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোয় পৌঁছেছেন।

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দখলে নেয়ার পর, রবিবার আসাদ তার বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়ায় পালিয়ে যান।

উল্লেখ্য, বাশার আল-আসাদ ২০০০ সালে তার বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতায় আসেন। তার বাবা প্রায় ৩০ বছর ধরে দেশটি শাসন করেছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • জাতিসংঘ
  • রাশিয়া
  • সিরিয়া
  •