শিরোনাম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

রাশিয়ার ভেতরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জন ব্রিটিশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছে মস্কো। সংবাদ সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৩ সেপ্টেম্বর রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সংস্থার তথ্যমতে, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের অধীনে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় বিশেষভাবে নিযুক্ত একটি দল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি করছিল। এই কাজের ফলে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয়ে প্রভাব পড়ে।

রাশিয়ার সম্প্রচারমাধ্যমগুলোতে বহিষ্কৃত ৬ ব্রিটিশ কূটনীতিকের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে, এমনকি তাদের ছবিও প্রচারিত হয়েছে। এফএসবির একজন কর্মকর্তা রুশ রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রসিয়া-২৪ টিভিতে বলেছেন, “আমরা ব্রিটিশদের রাশিয়ার ভেতরে গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু তারা তা আমলে নেয়নি। তাই প্রাথমিকভাবে এই ছয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

  • usharbani
  • ঊষারবাণী
  •