ইউক্রেন জানিয়েছে, রাতভর দেশজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে।
দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো খারকিভ শহরে থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হারমান হালুশশেনকে বলেছেন, “জ্বালানি ও বিদ্যুৎ খাত শত্রুপক্ষের বড় আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”
এই হামলার কারণে অনেক এলাকাই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চলতি মাসে এটি দ্বিতীয়বারের মতো রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনার ওপর হামলা। ইউক্রেনের দাবি, তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বড় আকারের হামলা হতে পারে বলে আগেই সতর্ক ছিল কিয়েভ।
হামলা থেকে রক্ষা পেতে দেশটির অনেক বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। তাদের মধ্যে অনেকেই আতঙ্কিত ছিলেন।