শিরোনাম

নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ জঙ্গি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি হওয়া দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে এখন পর্যন্ত নিহত জঙ্গির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বুধবার (১২ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে, বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে সশস্ত্র জঙ্গিরা। ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারের উদ্দেশে যাত্রা করেছিল। ৯টি বগিতে প্রায় ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বোলান জেলায় অভিযান চালিয়ে ১৫৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে এবং ২৭ জন জঙ্গিকে হত্যা করেছে। একই সঙ্গে, জঙ্গিদের সম্পূর্ণ দমন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাহিনী।

তবে ট্রেনটিতে ঠিক কতজন সশস্ত্র জঙ্গি অবস্থান করছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অবশিষ্ট যাত্রীদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, রেলওয়ে কর্মকর্তারা জানান, বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া ৫৭ জন যাত্রীকে কোয়েটায় নিয়ে যাওয়া হয় এবং ২৩ জনকে মাচেতে রাখা হয়েছে। আহত ১৭ জন যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, হামলার খবর পেয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং বোলান জেলার মুশকাফ এলাকায় অভিযান শুরু করে।

এছাড়া, সূত্র জানায়, হামলাকারীরা আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডের নেতৃত্বে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিল এবং স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। তারা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় নিরাপত্তা বাহিনীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে।

জঙ্গিরা ট্রেন হামলার আগে রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটায় এবং ট্রেনের লোকোমোটিভে গুলিবর্ষণ করে, এতে চালক আহত হন। আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের সামনে এই হামলা চালানো হয়।