শিরোনাম

ট্রাম্পকে অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ট্রাম্পকে অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বড় জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যে ২৭৭টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন, যেখানে কমলার প্রাপ্ত ভোট সংখ্যা ২২৬।

এমন অবস্থায়, বিশ্বনেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন জানিয়ে বলেন, পাকিস্তান-মার্কিন অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে পরবর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি প্রস্তুত।

মোদি এর আগে এক্সে লিখেছেন, “ঐতিহাসিক জয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।” তিনি ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের সফলতাকে প্রশংসার সাথে উল্লেখ করে বলেন, “ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আমরা আবার একসাথে কাজ করতে আগ্রহী।” তিনি আরও বলেন, আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।

ট্রাম্প ও মোদির সম্পর্ক সবসময়ই ঘনিষ্ঠ বলে পরিচিত। কিছুদিন আগেও ট্রাম্প তাকে “ভালো বন্ধু” হিসেবে উল্লেখ করেছিলেন।