শিরোনাম

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

ইরাকের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়। একই বিষয়ে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিও স্থানীয় গভর্নরের বরাতে অগ্নিকাণ্ডে প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

যদিও এখনো সরকারি সূত্রে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি আগুনটি ইরাকের কোন এলাকায় ঘটেছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দাবি করা হচ্ছে, পূর্বাঞ্চলীয় আল-কুট শহরের একটি সুপারমার্কেটেই এ দুর্ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে যান।

সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদনে বলা হয়, আল-কুট শহরের একটি হাইপারমার্কেটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে এবং অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

স্থানীয় গভর্নর জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জানান, ভবন ও শপিংমলের মালিকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ইরাকে অতীতেও বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং অবকাঠামোগত দুর্বলতাকে আগের দুর্ঘটনাগুলোর জন্য দায়ী করা হয়েছিল। সর্বশেষ এই ঘটনার পর দেশটির বিপণিবিতান ও জনবহুল এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।