স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরাইলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, স্পেন এমন কোনো দেশের সঙ্গে বাণিজ্য করে না, যারা গণহত্যার সঙ্গে জড়িত।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, ইসরাইল প্রসঙ্গে এটিই স্পেন সরকারের পক্ষ থেকে সবচেয়ে দৃঢ় ও স্পষ্ট মন্তব্য।
মাদ্রিদে অনুষ্ঠিত একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বে কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ান গাজার চলমান যুদ্ধ সত্ত্বেও ইসরাইলের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে প্রধানমন্ত্রী সানচেজের সমালোচনা করেন। তার জবাবে সানচেজ জোর দিয়ে বলেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, মি. রুফিয়ান, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করি না, একেবারেই না।”
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সানচেজ নিজ মুখে “গণহত্যাকারী রাষ্ট্র” শব্দটি ব্যবহার করলেন—যা আগে তার জোটসঙ্গী বামঘেঁষা রাজনৈতিক জোট ‘সুমার’ প্রায়ই ব্যবহার করত।
উল্লেখ্য, সুমার জোটের নেতা এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ ইতিপূর্বে একাধিকবার ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন এবং স্পেন-ইসরাইল বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার দাবি জানিয়েছেন।