শিরোনাম

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সুইজারল্যান্ড, ভারতের বিরুদ্ধে তার ‘মোস্ট ফেভারড নেশন’ (MFN) সুবিধা বাতিল করেছে, যা ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় চালু ছিল। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিশেষ সুবিধা বাতিলের পেছনে সুপ্রিম কোর্টের রায়

সুইজারল্যান্ডের ফাইন্যান্স ডিপার্টমেন্ট ১১ ডিসেম্বর একটি বিবৃতি জারি করে এ সিদ্ধান্তের বিস্তারিত জানায়। তারা জানিয়েছে, এই পদক্ষেপটি ভারতের সুপ্রিম কোর্টের গত বছর দেওয়া এক রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না এবং এর ফলে ভারতীয় কোম্পানিগুলোর উপর উচ্চ কর আরোপ হতে পারে।

ভারতীয় কোম্পানির ওপর প্রভাব

সুইজারল্যান্ডের নতুন সিদ্ধান্তে ভারতীয় কোম্পানির ওপর ইউরোপীয় দেশে পরিচালনার ক্ষেত্রে উচ্চ কর আরোপের সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে ভারত থেকে সুইস বিনিয়োগেও প্রভাব পড়তে পারে।

মোস্ট ফেভারড নেশন সুবিধার বাতিল

‘মোস্ট ফেভারড নেশন’ ধারা অনুযায়ী, ভারত ও তৃতীয় কোনো দেশ যদি বিশেষ সুবিধা পেয়ে থাকে, তবে সুইজারল্যান্ডের সঙ্গে ভারতও একই সুবিধা পেতো। তবে, এখন থেকে এই সুবিধা পেতে ভারতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে। সুইস সরকার ভারতে ‘মোস্ট ফেভারড নেশন’ সুবিধা প্রদান করার জন্য প্রজ্ঞাপন জারি করতে পারে, তবে এটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

  • ভারত
  • সুইজারল্যান্ড
  •