মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, যার ফলে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (ডিসেম্বর) বিকেলে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছ থেকে এলিফ্যান্টা গুহার দিকে যাওয়ার পথে আরব সাগরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। এ পর্যন্ত শতাধিক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের আগে স্পিডবোটটি ফেরির চারপাশে ঘুরছিল। ধাক্কা লাগার পর ফেরিটি ধীরে ধীরে ডুবে যায়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিডবোটের ইঞ্জিনে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে তারা জানায়, ইঞ্জিন পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর নৌযানটি ফেরির সঙ্গে ধাক্কা খায়।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌবাহিনী এই ঘটনার পৃথক তদন্ত করবে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, এলিফ্যান্টা গুহার কাছে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় যাত্রীদের উদ্ধার কাজ পরিচালিত হয়।
মুম্বাই থেকে খুব কাছেই আরব সাগরে অবস্থিত এলিফ্যান্টা দ্বীপ, যেখানে রয়েছে পাহাড় কেটে তৈরি করা একগুচ্ছ প্রাচীন গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
এলিফ্যান্টা গুহায় যাওয়ার জন্য গেটওয়ে অব ইন্ডিয়া থেকে লঞ্চ পরিষেবা চালু রয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটক উভয়ের জন্য ব্যবহৃত হয়।