বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন বাতিলের ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীগুলি হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। এতে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে আক্রমণের মতো ঘটনা ঘটেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংখ্যালঘুদের ওপর হামলা হলেও অপরাধীদের কোনো বিচার করা হয়নি। যখন একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার বজায় রাখার আহ্বান জানানো হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত ২৫ নভেম্বর তাকে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ৩১ অক্টোবর বিএনপির নেতৃবৃন্দের অভিযোগে তার বিরুদ্ধে মামলার দায়ের হয়, যেখানে অভিযোগ করা হয়েছে যে, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সহযোগীরা বাংলাদেশে ধর্মীয় গোষ্ঠী ও জাতীয় পতাকা নিয়ে বিতর্ক তৈরি করেছেন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।