ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো সম্ভাবনা নেই।
ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এখানে বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল থাকায় ভূমিকম্পের মাত্রা তুলনামূলক বেশি।