শিরোনাম

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন আহমেদ আল-শারা। গত সপ্তাহে তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

সংশ্লিষ্ট সিরীয় সূত্র শনিবার (১ ফেব্রুয়ারি) আলজাজিরাকে জানিয়েছে, আল-শারা সৌদি আরবে দুই দিন থাকবেন এবং দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের তীব্র আক্রমণে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

প্রেসিডেন্ট হিসেবে আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।

এর আগে, আল-শারা আল আরাবিয়া টিভিকে জানিয়েছিলেন, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটি সকল প্রতিবেশী দেশের জন্য একটি বড় বিনিয়োগের সুযোগ।

গত সপ্তাহে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়তার প্রতিশ্রুতি দেন।