দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে নেভাতিম বিমান ঘাঁটিতে অন্যতম প্রধান আঘাত হানা হয়। সংবাদমাধ্যম সিএনএনের ভিডিও বিশ্লেষণ অনুযায়ী, ইরান ওই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা একের পর এক আঘাত হানে।
সিএনএন জানায়, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে, তার মধ্যে একটি আরাত আন-নাকাব শহর থেকে ধারণ করা হয়েছে, যা বিমান ঘাঁটির দক্ষিণে অবস্থিত। ভিডিওতে দেখা ভবনগুলো আগের ছবির সঙ্গে মিলে যাওয়ায় সিএনএন নিশ্চিত করেছে যে ভিডিওটি ঘাঁটির কাছ থেকে ধারণ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আকাশে রাখা ক্যামেরায় একের পর এক মিসাইল ঘাঁটিতে পড়ছে এবং ওই সময় সাইরেন বাজছিল। ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রতিরোধী মিসাইল ছোড়া হচ্ছিল। ভিডিওতে ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও দৃশ্যমান ছিল, আর একই সময়ে মিসাইলগুলো ঘাঁটিতে আঘাত হানতে থাকে এবং বিস্ফোরিত হতে থাকে। এর পরপরই ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে শুরু করে।
তবে রাতের অন্ধকারে ঘাঁটির কোন কোন অবকাঠামোতে আঘাত লেগেছে, তা স্পষ্ট বোঝা যায়নি বলে সিএনএন জানিয়েছে। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে জানতে চাইলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন