শিরোনাম

মহানবী (সা.)-কে অবমাননার জেরে হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মহারাষ্ট্রে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি হিন্দু ধর্মের এক প্রচারক ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা রাজ্যের বিজেপি বিধায়ক নিতেশ রানা সমর্থন করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মহারাষ্ট্রের মুসলিমরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মুম্বাই অভিমুখে আয়োজিত এক মার্চে এক্সপ্রেসওয়েগুলো জনসমুদ্রে রূপ নেয়, যেখানে হাজার হাজার মুসলিম অংশ নেন।

ঘটনার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে, যখন মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। তার এই মন্তব্যের পক্ষে অবস্থান নেন বিজেপি বিধায়ক নিতেশ রানা এবং মুসলিমদের ওপর মসজিদে ঢুকে হামলার হুমকি দেন তিনি।

নিতেশের মন্তব্যে রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ধর্মীয় অবমাননা এবং শান্তি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250