কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি হঠাৎ সংকটে পড়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) লিবারেল পার্টির প্রধান সহযোগী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। এই খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এনডিপি, যেটি একটি বামপন্থী দল, ২০২২ সালে লিবারেল-এনডিপি চুক্তির আওতায় ট্রুডো সরকারের বিভিন্ন বিলে সমর্থন দিতো। এই সমর্থনের মাধ্যমেই লিবারেল সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল তারা। তবে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি ও আবাসন সংকট নিয়ে উভয় দলের মধ্যে মতবিরোধ বেড়ে যায়। এনডিপির নেতা জগমিৎ সিং লিবারেল পার্টিকে ‘স্বার্থপর’ হিসেবে আখ্যায়িত করেন।
কানাডায় ২০২৫ সালের অক্টোবরে পরবর্তী নির্বাচনের পরিকল্পনা থাকলেও, যদি ট্রুডো অনাস্থা ভোটে হেরে যান, তাহলে আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিপি নেতা জগমিৎ সিং জানিয়েছেন, তাদের দল আগাম নির্বাচনের জন্য প্রস্তুত। এদিকে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৫২ বছর বয়সী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা দিন দিন কমছে।