শিরোনাম

উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
ছবি : সংগৃহীত

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে মনোনীত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এ ঘোষণা দেন ট্রাম্প। খবরটি রয়টার্সে প্রকাশিত হয়েছে।

পিট হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড সদস্য ছিলেন। তার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি আফগানিস্তান, ইরাক এবং গুয়ানতানামো বে, কিউবায় কাজ করেছেন।

হেগসেথের প্রশংসা করে, ট্রাম্প তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন।

হেগসেথ জানিয়েছেন, সেনাবাহিনী তাকে আর চায়নি এবং ২০২১ সালে চরমপন্থি হিসেবে বিবেচিত হওয়ার পর তিনি সেনাবাহিনী ছাড়েন।

তার লেখা বই “দ্য ওয়ার অন ওয়ারিয়র্স: বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি”-তে হেগসেথ বলেন, “এটা একটি পারস্পরিক অনুভূতি ছিল – আমিও সেনাবাহিনীকে আর চাইনি।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, ট্রাম্প যদি তার প্রতি অবিশ্বাসী সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন।

চলতি বছরের জুনে, ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সেইসব জেনারেলদের বরখাস্ত করবেন যারা ‘জাগ্রত’ (ওক)। এখানে ‘ওক’ শব্দটি ব্যবহার করা হয়, যা প্রগতিশীল নীতির প্রতি বিশ্বাসী ব্যক্তিদের জন্য রক্ষণশীলদের ব্যবহৃত এক অবজ্ঞাসূচক শব্দ।