শিরোনাম

ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন, তবে এখনো চূড়ান্তভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। বিবিসির লাইভ প্রতিবেদনে সিবিএস নিউজের তথ্যসূত্রে এ তথ্য জানানো হয়।

সিবিএসকে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প আপাতত অপেক্ষা করছেন—ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয় কি না, সেটি দেখতে। মূলত এই কারণেই তিনি এখন পর্যন্ত হামলা থেকে বিরত আছেন।

এই বিষয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এর আগে, গত বুধবার ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে হোয়াইট হাউসে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও তিনি বিষয়টিকে কঠিন বলেই মনে করছেন। তার ভাষায়, তিনি নিশ্চিত নন সংঘাত কতটা দীর্ঘ হতে পারে, তবে তার দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, “আমি চাইলে হামলা করতে পারি, আবার নাও করতে পারি।”

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে সেটি তাদের জন্য চরম মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, “ইরানি জনগণ জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তিকে মেনে নেবে না। জাতি হিসেবে আমরা প্রতিরোধ করব এবং কখনো কারও কাছে আত্মসমর্পণ করব না।”