শিরোনাম

যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পাঁচ দিন আগে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পুরো কৃতিত্ব দাবি করেছেন। খবর এনডিটিভি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম “সোশ্যাল ট্রুথ”-এ লিখেছেন, “মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি ঐতিহাসিক চুক্তি করেছি। জিম্মিরা শিগগিরই মুক্তি পাবে। ধন্যবাদ।” আরেকটি পোস্টে তিনি এই চুক্তির সফলতার পুরো কৃতিত্ব তার নিজের বলে দাবি করেছেন।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন, “নভেম্বরে আমার ঐতিহাসিক বিজয়ের ফলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ১৫ মাস ধরে চলা সংঘর্ষের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর কাতারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়।