যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে অবস্থান নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, ট্রাম্প আমার জনপ্রিয়তা মাত্র চার শতাংশ বলে দাবি করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ভুল তথ্য রাশিয়া থেকে এসেছে এবং এটি নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকের সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে এই বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের নেতা হিসেবে ট্রাম্পকে সম্মান জানাই এবং শুরু থেকেই মার্কিন জনগণ আমাদের পাশে রয়েছে। তবে দুঃখজনকভাবে, ভুল তথ্যের ভিত্তিতে অনেক কিছুই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ সময় জেলেনস্কি আবারও স্পষ্ট করে জানান যে, কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না। তিনি আরও বলেন, খনিজ সম্পদের মালিকানা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে স্পষ্ট অবস্থান হলো— ইউক্রেন বিক্রির জন্য নয়।