শিরোনাম

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার প্রকাশিত ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট জিতে প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন, যা ট্রাম্প ইতোমধ্যে অর্জন করেছেন।

অন্যদিকে, কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেক্টোরাল ভোট। এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটের হিসাবে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনায় ইতোমধ্যেই তিনি বিজয়ী হয়েছেন। ফক্স নিউজ জানিয়েছে, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও ট্রাম্পের জয় নিশ্চিত। বাকি তিনটি দোদুল্যমান রাজ্যেও তার জয়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেটের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং প্রতিনিধি পরিষদেও তারা বেশ এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, চূড়ান্ত ফলাফলে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। তাদের অনুমান অনুযায়ী, শেষ পর্যন্ত ট্রাম্প ৩০২টি ইলেক্টোরাল ভোট পাবেন এবং কমলা হ্যারিস পাবেন ২৩২টি ভোট।

প্রচারণা চলাকালীন সময়ে ট্রাম্পকে দুইবার হত্যাচেষ্টার মুখে পড়তে হয়েছে এবং প্রচারণার পুরো সময়জুড়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যিনি টানা দুই মেয়াদে না জিতেও দুইবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন।

২০২২ সালের ১৫ নভেম্বর তিনি প্রেসিডেন্ট পদের জন্য তার প্রচারণা শুরু করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র
  •