শিরোনাম

ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা মার্কিন কংগ্রেসের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ফাইল ছবি

মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি), ক্যাপিটল হিলে আইনপ্রণেতারা ট্রাম্পকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন।

গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দল ভূমিধস জয় পায়। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী, নভেম্বরের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানানো হয় ৬ জানুয়ারি। ওই দিন কংগ্রেস ট্রাম্পের বিজয়কে চূড়ান্ত অনুমোদন দেয় এবং রিপাবলিকান দলের নিরঙ্কুশ জয়কে স্বীকৃতি দেয়। এর ফলে ট্রাম্প এবং তার দল সরকার গঠনের পূর্ণ অনুমোদন পায়।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের ফলাফল অনুমোদনের সময় ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের একটি সশস্ত্র হামলা ঘটে, যা নজিরবিহীন সহিংসতার জন্ম দেয়। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বহু হতাহতের ঘটনা ঘটে।

এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন-কমলা প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।