শিরোনাম

কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ স্থগিত 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুল্কারোপের এই সিদ্ধান্ত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কার্যকর হওয়ার কথা ছিল, তবে এটি এক মাসের জন্য মুলতবি রাখা হয়েছে।

বিবিসি জানিয়েছে, মেক্সিকো ও কানাডা তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করা ও মাদক পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরই ট্রাম্প তার সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেন।

ট্রাম্প আগেই নিশ্চিত করেছিলেন যে কানাডা যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। এরপরই তিনি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “আমাদের উত্তর সীমান্ত নিরাপদ রাখতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।”

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন, সীমান্ত নিরাপত্তা উন্নত করতে তার সরকার ১.৩ বিলিয়ন ডলার বরাদ্দ করছে। এ অর্থ সীমান্তে বিমান, নিরাপত্তা বাহিনী ও প্রযুক্তি মোতায়েনের পাশাপাশি ফেন্টানিলসহ অন্যান্য মাদক পাচার রোধে ব্যবহৃত হবে।

অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির পরই মেক্সিকোর পণ্যের ওপর শুল্কারোপ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।