শিরোনাম

মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ কথোপকথন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা দেখতে চাই, এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয় কিনা। হয়তো পারবো, হয়তো পারবো না, তবে আমি মনে করি, আমাদের ভালো সম্ভাবনা আছে।”

তিনি আরও জানান, “আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। ইতোমধ্যেই বেশ কিছু অগ্রগতি হয়েছে।”

গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তবে যুদ্ধবিরতির আলোচনা চললেও উভয় পক্ষই সাপ্তাহিক ছুটির দিনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে রাশিয়া পশ্চিমাঞ্চলীয় কুরস্ক এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

এ বিষয়ে রয়টার্স মন্তব্য চাইলেও ক্রেমলিনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।