শিরোনাম

হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হবেন। তবে, নির্বাচনে পরাজিত হলে আর কখনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২২ সেপ্টেম্বর) একটি সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ দুইবার ক্ষমতায় আসতে পারেন, তবে অংশগ্রহণের সুযোগ থাকে অসংখ্যবার।

৭৮ বছর বয়সী ট্রাম্পকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তৃতীয়বার পরাজিত হলে কি তিনি চতুর্থবার প্রতিদ্বন্দ্বিতা করবেন? জবাবে ট্রাম্প বলেন, তিনি আর অংশ নেবেন না, এবং এবারের নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

এবারের নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে যিনি এগিয়ে থাকবেন, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে হ্যারিস কিছুটা এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় নিয়ে ট্রাম্প একাধিক অভিযোগ তুলেছিলেন এবং নির্বাচনের ফলাফল পাল্টানোরও চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি ফেডারেল এবং রাজ্য আইনে বিভিন্ন মামলায় অভিযুক্ত হন। ২০১৬ সালের নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র
  •   local-nogod-300-x-250