শিরোনাম

ট্রাম্পের পরিবহণমন্ত্রী হচ্ছেন শন ডাফি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ট্রাম্পের পরিবহণমন্ত্রী হচ্ছেন শন ডাফি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবহনমন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন।

পরিবহনমন্ত্রী হিসেবে শন ডাফি দেশটির উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিটসহ পরিবহন খাতের যাবতীয় কার্যক্রম তত্ত্বাবধান করবেন। পাশাপাশি ট্রাম্প সরকারের অধীনে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর নির্মাণ, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) মার্কিন জনগণের উদ্দেশে শন ডাফি বলেছেন, “আমি আপনাদেরকে পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত উদগ্রীব।”

প্রসঙ্গত, বাইডেন প্রশাসন ২০২১ সালে পরিবহন অবকাঠামো সংস্কার করে এবং বিদ্যুৎচালিত যানবাহনের চার্জিং স্টেশন নির্মাণে ১১০ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করে। তবে ডাফি পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ডাফির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চহার কমানো।

ডাফি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, সেতু, টানেল ও বিমানবন্দর পুনর্গঠনের কাজে তিনি দক্ষতা, যোগ্যতা এবং সৌন্দর্যকে প্রাধান্য দেবেন।”

ট্রাম্প আরও উল্লেখ করেন, উইসকনসিনে ডাফি ডেমোক্র্যাটিক দলের সদস্যদের সঙ্গে বড় সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে কাজ করেছেন এবং তার আর্থিক দায়িত্বশীলতা প্রশংসনীয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • পরিবহণমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র
  • শন ডাফি
  •