যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) সিএনএন ও এপি এই তথ্য নিশ্চিত করেছে।
এপি জানিয়েছে, তুলসী হচ্ছেন প্রথম হিন্দু প্রতিনিধি যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক পদে আসীন হচ্ছেন। ২০২২ সালে ডেমোক্র্যাট দল থেকে বেরিয়ে এসে চলতি বছরের শুরুতে তিনি ট্রাম্পকে সমর্থন জানান।
ট্রাম্পের প্রচারণা দলেও ছিলেন তুলসী, যেখানে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের সময় ট্রাম্পকে সমর্থন করেছিলেন।
এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তুলসী গ্যাবার্ড একজন অভিজ্ঞ নেতা এবং একসময়ের ডেমোক্র্যাটিক প্রার্থী। তার বর্ণাঢ্য কর্মজীবন আমাদের গোয়েন্দা সম্প্রদায়ের জন্য শক্তি যোগাবে।
গোয়েন্দা সংস্থার পরিচালক মনোনীত হওয়ায় তুলসী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মার্কিন জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করতে আগ্রহী।”
এপি আরও জানায়, ৪৩ বছর বয়সী তুলসী যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন এবং হাওয়াইতে বড় হন। শৈশবে এক বছর ফিলিপাইনে কাটিয়েছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, তুলসীর মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু রীতিনীতি পালন করতেন। এ কারণে কিশোরী অবস্থায় হিন্দু ধর্ম গ্রহণ করেন তুলসী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয়-মার্কিনদের মধ্যে তুলসী জনপ্রিয়, এবং যুক্তরাষ্ট্রে কোনো ভারতবিরোধী সিদ্ধান্তের তিনি প্রতিবাদ জানিয়েছেন, ট্রাম্প বা ওবামা যারাই ক্ষমতায় থাকুন।