মঙ্গলবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত দুই মাসে লেবাননে সংঘাতের কারণে ২০০ শিশুর বেশি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ১১০০ জনেরও বেশি। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত বছরের সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১ জনে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়েছে।
সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু হলে দীর্ঘস্থায়ী এই সংঘাত ভয়াবহ যুদ্ধে রূপ নেয়।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, সাম্প্রতিক দুই মাসে সংঘাতে দুই শতাধিক শিশু প্রাণ হারিয়েছে, যা মানবিকতার জন্য অগ্রহণযোগ্য।
যদিও তিনি হতাহতের জন্য নির্দিষ্ট কোনো পক্ষকে সরাসরি দায়ী করেননি, তবে উল্লেখ করেন, যারা নিয়মিত সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা এর দায় কার ওপর বর্তায় তা বুঝতে পারবেন।