শিরোনাম

সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিশ্চিত করল ইউক্রেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
ছবি : সংগৃহীত

ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভ। পাশাপাশি, দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্টদের শাস্তি পেতে হতে পারে বলেও জানিয়েছেন ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার মাইখাইলো দ্রাপাতি। সোমবার (৩ মার্চ) তিনি এ তথ্য জানান।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মাইখাইলো দ্রাপাতি বলেন, ‘প্রশিক্ষণ কেন্দ্রে শত্রুরা ভয়াবহ হামলা চালিয়েছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাশিয়া ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও শেয়ার করেছে। এতে তারা একে ইস্কান্দার-এম ব্যালিস্টিক হামলা বলে উল্লেখ করেছে। এই হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেন হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহত ও আহতদের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি।

এদিকে, টেলিগ্রামে এক বার্তায় স্থল বাহিনীর কমান্ডার মাইখাইলো দ্রাপাতি বলেন, ‘যারা সেদিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে ছিলেন, কিন্তু সময়মতো সঠিক সিদ্ধান্ত নেননি, তাদের সবাইকেই জবাবদিহি করতে হবে। কেউই ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া থেকে নিজেদের আড়াল করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্তহীনতার বিষয়টি লক্ষ্য করেছি। যারা সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন এবং নিরাপত্তা অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।’

উল্লেখ্য, রাশিয়ান বাহিনী এর আগেও ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন সমাবেশে হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।

এদিকে, ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশনস জানিয়েছে, তারা এই হামলার ঘটনায় সম্ভাব্য অবহেলার অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।