শিরোনাম

ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিল করলো ইউক্রেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিল করেছে ইউক্রেন। দেশটির মন্ত্রিপরিষদের প্রতিনিধি তারাস মেলনিচুক টেলিগ্রামে জানিয়েছেন যে, ইউক্রেন সরকার ও ইরান সরকারের মধ্যে করা এই চুক্তিটি বাতিল করা হয়েছে।

তারাস মেলনিচুক জানান, ১৯৯৩ সালের ৯ জুলাই তেহরানে এই বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন নিজের আকাশসীমা বন্ধ করে দেয়, যার পর থেকে কোনো নিয়মিত বেসামরিক বিমান চলাচল নেই। এই চুক্তি বাতিলের ফলে আকাশসীমা পুনরায় খুললেও ইরানের সঙ্গে বিমান চলাচল আর শুরু হবে না।

ইউক্রেন ইরানকে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে, তবে ইরান বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

  • usharbani
  • ইউক্রেন
  • ইরান
  • ঊষারবাণী
  •