শিরোনাম

ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেয়ার কথা ভুলে যেতে হবে: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের স্বপ্ন ভুলে যেতে হবে। পাশাপাশি চলমান যুদ্ধ বন্ধ করতে হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।

ক্ষমতা গ্রহণের পর অনুষ্ঠিত এই বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ, গাজার সংঘাত ও বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন, শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে আসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই ইউক্রেনের মূল্যবান বিরল খনিজসম্পদ নিয়ে একটি চুক্তি সই হবে। ট্রাম্প জানান, এ চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া বিপুল অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রের জন্য।

একইসঙ্গে ট্রাম্প বলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাদ দিতে হবে। তার মতে, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাই মূলত এই যুদ্ধের কারণ। তবে শান্তি চুক্তি করতে হলে পুতিনকেও কিছু ছাড় দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

গাজা ইস্যু নিয়েও বৈঠকে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী যুদ্ধবিরতি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইসরাইলই নির্ধারণ করবে চুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী ধাপের পথনকশা।

এছাড়া, ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের বিষয়েও আলোচনা করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে এবং এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এছাড়া, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে তার প্রশাসনের পূর্ববর্তী সিদ্ধান্তেও কোনো পরিবর্তন আসবে না।

বৈঠকে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাই নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেইলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখনও সাড়া দেয়নি, তাদের খুঁজে বের করা হবে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও।