শিরোনাম

গাজায় চালানো ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় এক রাতেই নিহত ৪০০ ফিলিস্তিনি।

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় মাত্র এক রাতেই প্রাণ হারিয়েছেন ৪০০-এর বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলের এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি গাজার ওপর চালানো বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তার অবস্থান স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেন, “আমি যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই। একই সঙ্গে মানবিক সহায়তা পুনরায় চালুর পাশাপাশি বন্দি ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা জরুরি।”

এদিকে, ইসরায়েলের এই নতুন হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশ্বের অনেক দেশ।