শিরোনাম

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বাহিনীর চালানো হঠাৎ বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে রাজধানীর একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে।

আল জাজিরার তথ্যমতে, মার্কিন যুদ্ধবিমান থেকে রাজধানীর পশ্চিমাঞ্চলের বানি মাতার জেলার আল জাবাল আল আসাদ এলাকায় একযোগে তিনটি বোমা হামলা চালানো হয়। তবে হতাহতের বিস্তারিত সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী জানায়, রাতভর চালানো মার্কিন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাশিরাহতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি দুইতলা ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

গত মাসে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশের পর থেকে ইয়েমেনে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুই শতাধিক হামলা চালানো হয়েছে।