শিরোনাম

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথি গোষ্ঠী নিশ্চিত করেছে যে মার্কিন বিমান হামলায় তাদের ১৬ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা হামলার নির্দিষ্ট স্থান, সময় বা হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এর আগে, ইয়েমেনের রাজধানী সানা এবং আশপাশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী ও দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির তথ্যমতে, আল-জাওফ প্রদেশের সাদা ও আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস-সাওয়াদিয়াহ এলাকায় এই হামলা চালানো হয়।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

হুথি গোষ্ঠীর দাবি অনুযায়ী, ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে মার্কিন বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যেখানে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

এ বছরের ১৯ জানুয়ারি ইসরাইল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে এটিই প্রথম মার্কিন বিমান হামলা।

এদিকে, আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী নতুন করে ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান পরিচালনা করেছে। হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, জাবিদ এলাকায় একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানাতেও হামলা চালানো হয়েছে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলি স্বার্থসংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা চালানোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র টানা পাঁচ রাত ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে।

নতুন করে এই সহিংসতার কারণে ইয়েমেনে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যেখানে মার্কিন বাহিনীর হামলায় এখন পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, তারা হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার অভিযান অব্যাহত রেখেছে। তবে ইয়েমেনে তাদের সর্বশেষ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সেন্টকম।