শিরোনাম

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানের পথ আটকাল রাশিয়ার যুদ্ধবিমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বাল্টিক সাগরের কাছে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের একটি সামরিক মহড়ার সময় এই ঘটনা ঘটে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ফিনল্যান্ডের আকাশসীমায় যৌথ মহড়ায় অংশ নিচ্ছিল। সম্প্রতি ন্যাটোর সদস্য হওয়া ফিনল্যান্ডের সীমান্ত রাশিয়ার সঙ্গে প্রায় ১,৩৪০ কিলোমিটারজুড়ে বিস্তৃত। মহড়ার সময় রাশিয়ার যুদ্ধবিমান বিমানগুলোর গতিরোধ করে।

সম্প্রতি রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। জবাবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সোমবারের ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার বাধা পেশাদার ও নিরাপদ ছিল, যা বিমানগুলোর মহড়ার পূর্বপরিকল্পিত পথ বজায় রাখতে সহায়তা করেছে।

ফিনল্যান্ডের বিমানবাহিনী জানিয়েছে, এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। তবে রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হয়। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থন দিয়ে আসা ফিনল্যান্ডের এই যৌথ মহড়া রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • যুক্তরাষ্ট্র
  • রাশিয়া
  •