ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (২২ জুন) মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, “ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং ওই অঞ্চলের আকাশপথ কখনও কখনও সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ হতে পারে এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার ঝুঁকিও রয়েছে।”
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর নাগরিকদের পরামর্শ দিয়েছে, ভ্রমণের পূর্বে সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি ও নিরাপত্তা নির্দেশনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাই করে দেখতে।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকির’ আশঙ্কা প্রকাশ করেছে। তারা জানায়, ইরানে মার্কিন হামলার পর থেকেই সাইবার আক্রমণ ও একক হামলাকারীদের (লোন উলফ) মাধ্যমে সম্ভাব্য সহিংস ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্র মনে করছে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে তাদের নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে ফের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যদি বর্তমান ইরানি সরকার দেশকে আবার মহান করে তুলতে না পারে, তবে সেই শাসনব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত নয় কেন?”
পোস্টের শেষ অংশে তিনি তার পরিচিত স্লোগান ‘Make America Great Again (MAGA)’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন: “MIGA!!!”—অর্থাৎ, ‘Make Iran Great Again’।