শিরোনাম

ভুলেই নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক বিমান হামলা চালিয়েছে। একই দিনে ভুলবশত ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

এই ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সেন্টকম আরও জানায়, হুথিদের বেশ কয়েকটি ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে এফ/এ-১৮ বিমানসহ অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করা হয়।

কিছুক্ষণ পর সেন্টকম আরেকটি বিবৃতিতে জানায়, লোহিত সাগরের ওপর ভুলবশত ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি এফ/এ-১৮ বিমানকে লক্ষ্যবস্তু করা হলে সেটি ভূপাতিত হয়। তবে ওই বিমানটি ইয়েমেনে চলমান সামরিক অভিযানের সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।

অন্যদিকে, হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে ইসরাইলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে ইসরাইল জানিয়েছে।

এর কিছু সময় পরেই ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে তাদের শক্ত অবস্থান স্পষ্ট করেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিমান
  •