চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৬৮২ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই ব্যক্তিদের বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু হয়। অনেক অভিবাসী আটক হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ বছরের প্রথম তিন মাসে ফেরত আসা ভারতীয়দের অধিকাংশই ছিলেন অভিবাসন প্রত্যাশী, যারা বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার (৪ এপ্রিল) লোকসভায় দেওয়া এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত সরকার। ফেরত পাঠানো ব্যক্তিদের প্রকৃত ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি অবৈধ অভিবাসনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক ও পেশাজীবীরা যাতে যুক্তরাষ্ট্রে যাতায়াতে সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের যেসব তালিকা ভারতকে সরবরাহ করে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।