শিরোনাম

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে আরও বেশি হারে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই নতুন শুল্ক নীতি ঘোষণা করেন।

ট্রাম্পের ঘোষণার ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার বেড়ে ৩৭ শতাংশে পৌঁছেছে, যেখানে আগে এটি গড়ে ১৫ শতাংশ ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যার বড় অংশ তৈরি পোশাক। গত বছর এই খাতে রপ্তানি হয়েছিল ৭.৩৪ বিলিয়ন ডলার। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে দিনটিকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বহু বছর ধরে বিভিন্ন দেশ আমাদের অর্থনীতিকে শোষণ করেছে। আমরা এখন এই অবস্থা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিচ্ছি।”

us 1

নতুন নীতির আওতায় ভারতের পণ্য আমদানিতে ২৬ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ২৯ শতাংশ, চীনের ক্ষেত্রে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার ৪৪ শতাংশ, তাইওয়ানের ৩২ শতাংশ, জাপানের ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ২৫ শতাংশ, থাইল্যান্ডের ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার ৩২ শতাংশ, মালয়েশিয়ার ২৪ শতাংশ, কম্বোডিয়ার ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ৩০ শতাংশ, ব্রাজিলের ১০ শতাংশ, সিঙ্গাপুরের ১০ শতাংশ, ইসরায়েলের ১৭ শতাংশ, ফিলিপাইনের ১৭ শতাংশ, চিলির ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার ১০ শতাংশ, তুরস্কের ১০ শতাংশ, কলম্বিয়ার ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এ ছাড়া মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যে ৪৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।