ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং হামাস ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক রকেট হামলা চালিয়েছে। এছাড়া, শনিবার লেবানন থেকেও উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়। ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরাইলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (২৩ মার্চ) ইসরাইলে মার্কিন দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরাইলে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ‘রেড এলার্ট’ অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলে মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সম্ভাব্য বিক্ষোভ এবং রকেট হামলার ঝুঁকির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে হবে এবং আশপাশের নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে জানা থাকা জরুরি। এছাড়া, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।