শিরোনাম

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা, নিহত ২৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইয়েমেনে চালানো ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

গাজা পরিস্থিতি নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পর, শনিবার (১৫ মার্চ) হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

রোববার (১৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ২৩ জন প্রাণ হারিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লোহিত সাগরে জাহাজের ওপর কোনো হামলা হলে ‘নরক নেমে আসবে’।

আলজাজিরা জানায়, প্রথমে এই হামলায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও, হুথিদের সমর্থিত গণমাধ্যম আল মাসিরাহ টিভি জানায় যে, সাদা প্রদেশে মার্কিন হামলায় মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে চারটি শিশু এবং একজন নারী রয়েছেন।

চ্যানেলটি আরও জানায়, হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এছাড়া, রাজধানী সানায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরে নতুন করে ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। সাদায় এই হামলায় একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।