লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নাইম কাশেম। তার নাম ঘোষণার পর ইসরাইল প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরাইল বলছে, নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’, তিনি বেশি দিন টিকতে পারবেন না।
মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্স (সাবেক টুইটার) পোস্টে এই মন্তব্য করেছেন। পোস্টের সঙ্গে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবি যুক্ত করেছেন। গ্যালান্ট লিখেছেন, “সাময়িক নিয়োগ, দীর্ঘকালীন নয়।”
এই বক্তব্যের মাধ্যমে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী একটি হুমকি দিয়েছেন। গত সেপ্টেম্বরে তিনি হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিলেন।
অন্যদিকে, এক্সে ইসরাইল সরকারের অফিসিয়াল আরবি ভাষার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, যদি নাইম কাশেম তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তার মেয়াদ হবে সংগঠনের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত।
পোস্টে আরও সতর্ক করে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর সামরিক ক্ষমতা ধ্বংস করা ছাড়া কোনো বিকল্প নেই।
মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাইম কাশেমের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি সংগঠনের উপপ্রধান ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের উপর ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করে। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেমকে দেখা হচ্ছিল, কিন্তু চলতি মাসের শুরুর দিকে ইসরাইলের হামলায় তাকেও হত্যা করা হয়।
১৯৫৩ সালে বৈরুতের জন্ম নেওয়া নাইম কাশেম হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন। ১৯৯১ সালে তিনি সংগঠনের উপপ্রধান হিসেবে নিযুক্ত হন।
নাসরুল্লাহর মৃত্যুর পর নাইমই প্রথম টেলিভিশনে এই বিষয়ে কথা বলেন। লেবাননের অনেকের মতে, নাসরুল্লাহর যে ক্যারিশমা ছিল, নাইমের মধ্যে তা অনুপস্থিত।