শিরোনাম

যুক্তরাষ্ট্রকে নতুন স্বর্ণযুগে নিয়ে যাব: ট্রাম্প 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় দোদুল্যমান রাজ্যগুলো ঘুরে বেড়াচ্ছেন দুই প্রার্থী—ডোনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিস। বিভিন্ন জরিপ বলছে, দুই প্রার্থীর মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি জন সুদওয়ার্থ জর্জিয়া থেকে লিখেছেন যে, শেষ প্রচারণায় ট্রাম্প তার অভিবাসন বিরোধী বার্তাকে আরও জোর দিয়ে তুলে ধরেছেন।

অন্যদিকে, ওয়াশিংটন ডিসি থেকে বিবিসির কোর্টনি সুব্রামানিয়ান জানিয়েছেন, কমালা হ্যারিসের প্রচারণা দল তার জয়ের ব্যাপারে সাবধানী আশাবাদ প্রকাশ করেছে এবং দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের তাদের দিকে টানার প্রচেষ্টা চালাচ্ছে।

পেনসিলভানিয়ায় ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ডেমোক্রেটিক পার্টির “দুর্নীতিগ্রস্ত মেশিন” এর বিরুদ্ধে লড়ছেন এবং পুনরায় নির্বাচিত হলে তিনি পুরো ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন।

ট্রাম্পের ঘোষণা, আমি অনুপ্রবেশ বন্ধ করবো। জো বাইডেন এবং কমলা হ্যারিসের মাধ্যমে অপরাধীরা ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

এক বিশাল সমাবেশে ট্রাম্প প্রশ্ন করেন, চার বছর আগে ভালো ছিল নাকি এখন? তিনি প্রতিশ্রুতি দেন, পুনরায় নির্বাচিত হলে দেশকে নতুন এক স্বর্ণযুগে নিয়ে যাবেন এবং অভিযোগ করেন, গতবার তাদের কাছ থেকে নির্বাচন চুরি করা হয়েছিল।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র
  •