এবার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত নেসেট (পার্লামেন্ট) পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় নিজেই এ ঘোষণা দেন তিনি।
গ্যালান্ত তার পদত্যাগের কথা জানিয়ে বলেন, তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এটি তার ৪৫ বছরের পাবলিক সার্ভিস ক্যারিয়ারের একটি অংশ, তবে তার যাত্রা এখানেই শেষ হয়নি।
তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। এটি অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। শুধু বলতে চাই– আমি ফিরে আসবো।
গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত নভেম্বরে গ্যালান্তকে পদচ্যুত করেছিলেন। তবে, গ্যালান্ত নেসেটের নির্বাচিত সদস্য হিসেবে তার আসন ধরে রেখেছিলেন।
গ্যালান্ত এবং নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ছিল। প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইন বিরোধিতা করায় ২০২৩ সালের মার্চে প্রথম তাকে বহিষ্কার করা হয়, যা তখন ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। তবে পরে ব্যাপক প্রতিবাদের মুখে গ্যালান্তকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন।