মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে শান্তি চান না। একই সঙ্গে তিনি ইউরোপের সঙ্গে জেলেনস্কির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। খবর আরটির।
রোববার (২ মার্চ) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, নিকট ভবিষ্যতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, ‘যুদ্ধ বন্ধ করতে একটি কার্যকর চুক্তি এখনো অনেক দূরে। এখন পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে যে চুক্তিই হোক না কেন, সেটি অবশ্যই ন্যায্য হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি দীর্ঘস্থায়ী হতে হবে।’
সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জেলেনস্কির এ বক্তব্যের কড়া সমালোচনা করে লেখেন, ‘এটি তার (জেলেনস্কির) দেওয়া সবচেয়ে অগ্রহণযোগ্য বক্তব্যগুলোর একটি এবং যুক্তরাষ্ট্র আর এটি সহ্য করবে না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন থাকাকালীন তিনি (জেলেনস্কি) কখনোই ইউক্রেনে শান্তি চাইবেন না।’
ট্রাম্প তার পোস্টে জেলেনস্কির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক বৈঠক নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউরোপীয় নেতারা স্পষ্টভাবে স্বীকার করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া তারা এগোতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য এটি কোনো দৃঢ় অবস্থান নয়। তারা আসলে কী ভাবছে?’
এদিকে, ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে ইউক্রেনের নেতারা শান্তির জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ, ততক্ষণ পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে।
প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, ‘এটি স্থায়ীভাবে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নয়, বরং সাময়িক।’