শিরোনাম

পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত জেলেনস্কি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজ অবস্থান বদলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা এবং প্রাণহানি রোধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংলাপে বসতে তিনি প্রস্তুত।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “যদি ইউক্রেনে শান্তি ফেরানো এবং প্রাণহানি ঠেকানোর একমাত্র পথ সংলাপ হয়, তাহলে আমরা আলোচনায় যেতে প্রস্তুত।”

এর মাধ্যমে জেলেনস্কি তার আগের কঠোর অবস্থান থেকে সরে এলেন। এর আগে তুরস্ক, বেলারুশ, ভারতসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানালেও তিনি তাতে সাড়া দেননি।

মঙ্গলবার তিনি জানান, চলমান যুদ্ধে ইউক্রেনের ৪৫ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ লাখ ৯০ হাজারেরও বেশি। এ ছাড়া ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে, কিয়েভের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য ৬ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার ইউক্রেন সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ ঘোষণা দেবেন।

ল্যামি বলেন, “ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমরা দেশটিকে শক্তিশালী অবস্থানে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”