শিরোনাম

অনেক অনেক শুভেচ্ছা বাবুর বাবা: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি ছিল গত ২৮ মে। ২৫টি কেক কেটে চলচ্চিত্রে নিজের রজতজয়ন্তী উৎযাপন করেছেন শাকিব খান। ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এখনো তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী, পরিচালক, প্রযোজকসহ সহকর্মীরা।

শাকিব খানকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি সাবেক স্ত্রী ও তার সবচেয়ে বেশি ছবির নায়িকা অপু বিশ্বাস। গতকাল শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ এরপর শাকিব খানকে উদ্দেশ করে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ৭২টি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বুঝিয়েছেন অপু বিশ্বাস। তবে বাকী অংশটি নিয়ে রহস্য রেখেছেন তিনি।

গতকাল বউ সাজের একটি ছবিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। সব মিলিয়ে চলছে জল্পনা। অপু শুভেচ্ছা জানালেও শাকিবের বিশেষ দিনে কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা, চিত্রনায়িকা শবনম বুবলীকে।

এদিকে, শাকিবের বিশেষ দিনটি উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘তুফান’-এর গান ‘লাগে উরাধুরা’। অন্তর্জালে মুক্তি পাওয়া পৌনে তিন মিনিটের এই গানে নেচে গেয়ে মাত করলেন শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে দেখা মিলল গানের সংগীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্যের ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি।

গানে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘লাগে উরাধুরা’ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান।

সিনেমাটি চলতি বছরের আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরোও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

  • অপু বিশ্বাস
  • ঊষারবাণী
  • ঢালিউড সুপারস্টার
  • শাকিব খান
  •   local-nogod-300-x-250