শিরোনাম

আসছে ‘পঞ্চায়েত’ চতুর্থ ও পঞ্চম সিজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

‘পঞ্চায়েত থ্রি’র জয়জয়কার উপমহাদেশজুড়ে! ‘পঞ্চায়েত’র প্রথম দুই সিজনের সাফল্যের পর থেকেই দর্শক দিন গুনছিল এর তৃতীয় সিজনের জন্য। সেই অপেক্ষা ফুরিয়ে গত ২৮ মে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছে ‘পঞ্চায়েত’র নতুন সিজন।

এবার জানা গেল, তৃতীয় সিজনের সাফল্যের পর আরো দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’র পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র। তাহলে কি ‘পঞ্চায়েত’ এর চতুর্থ ও পঞ্চম সিজন খুব শিঘ্রই আসছে?

থ্রিলার-মসালাদার গল্পের ভিড়ে ছিমছাম এই গল্পের সিরিজ দর্শক-মনে আগেই জায়গা করে নিয়েছিল, যার ব্যতিক্রম হয়নি নতুন কিস্তির ক্ষেত্রেও। সেই জনপ্রিয়তার বিষয় মাথায় রেখেই পরবর্তী সিজনগুলোর  ঘোষণা দিলেন ‘পঞ্চায়েত’র পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পঞ্চায়েত’র পরবর্তী সিজন নিয়ে পরিচালক দীপককে তার ভাবনা জানতে প্রশ্ন করেন সাংবাদিকরা। যার উত্তরে তিনি বলেন, ভাবনা কী! ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’ সিজন ৪ নয়, ৫ ও আসবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক। তিনি আরও বলেছেন যে, তাদের কাছে সিজন ৫ এর জন্যও বিস্তৃত ধারণা রয়েছে।

ছবিটি দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা।

সেই সিজন ১ থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ‘পঞ্চায়েত’। সরল, সাধাসিধে কাহিনি। আর তার ভিতর দিয়ে ঠিকরে পড়া কৌতুক। এই রসায়নেই বাজিমাত। বলা যায়, ওয়েব সিরিজ ঘরানায় একেবারে ফুরুফুরে বাতাস বইয়ে দিয়েছিল ‘পঞ্চায়েত’। টানা লম্বা সিরিজ মানেই যে খুন-জখম বা খুব ডার্ক হতে হবে, এমন তো কোন মানে নেই। ‘পঞ্চায়েত’ যেন তারই উত্তম উদাহরণ।

‘পঞ্চায়েত’র প্রথম সিজন এসেছিল ২০২০-র এপ্রিলে, দ্বিতীয় সিজন ২০২২-এর মে মাসে। তৃতীয় সিজন এল ২০২৪ এর মে মাসে। সেই হিসাবে ২০২৬ সালের মাঝামাঝিই আসতে পারে পঞ্চায়েতের সিজন-৪। ততদিন অপেক্ষা আর একটু ঘনিয়ে উঠুক। গত সপ্তাহে তৃতীয় মৌসুম মুক্তির পর থেকেই আবারও আলোচনায় অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘পঞ্চায়েত’। সিরিজটি নিয়ে নানা আলোচনার মধ্যেই উঠে আসছে এর অভিনেতার বিভিন্ন গল্প। এবার জানা গেল, ‘পঞ্চায়েত’-এ ‘ভূষণ’ চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারের সংগ্রামের গল্প।

‘পঞ্চায়েত’-এ নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন দুর্গেশ কুমার। প্রথম মৌসুমে সেভাবে গুরুত্ব না পেলেও, দ্বিতীয় মৌসুম থেকে এই চরিত্র হয়ে উঠেছে সিরিজটির অবিচ্ছেদ্য অঙ্গ। ভূষণ ছাড়া ‘পঞ্চায়েত’ এখন কল্পনাও করা যায় না। তবে অভিনেতা জানিয়েছেন, তাঁর শুরুর পথটা এত মসৃণ ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে অভাবের তাড়নায় প্রাপ্তবয়স্কদের ছবিতেও কাজ করেছেন তিনি।

  • ঊষারবাণী
  • পঞ্চায়েত
  •   local-nogod-300-x-250