শিরোনাম

ইউরোর গোল্ডেন বুট জিতলেন ৬ ফুটবলার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার ছয়জন যৌথভাবে জিতলেন গোল্ডেন বুট

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে ছয়জন খেলোয়াড় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন। চ্যাম্পিয়ন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি হাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ এবং জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করেন।

রবিবার বার্লিনে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়। এবারের আসরের আগে উয়েফা জানিয়েছিল, যদি একাধিক খেলোয়াড়ের গোল সমান হয়, তাহলে সবাইকে যৌথভাবে গোল্ডেন বুট দেওয়া হবে।

২০১২ সালের আসরের পর এবার ইউরোতে সবচেয়ে কম গোল হয়েছে। সেবার তিনটি করে গোল করেছিলেন স্পেনের ফের্নান্দো তরেস, জার্মানির মারিও গোমেস এবং রাশিয়ার আলান জাগুয়েভ। সেবার নিয়ম অনুযায়ী, সবচেয়ে কম সময় খেলায় গোল্ডেন বুট জিতেছিলেন তরেস।

গত ইউরোতে সর্বোচ্চ ৫টি করে গোল করেছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিক। উয়েফার সেই আসরের নিয়ম অনুযায়ী, সহায়তার সংখ্যা বেশি হওয়ায় গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250