শিরোনাম

কোপার আগেই শরীর চাঙ্গা করতে ‘মাস+’ বাজারে আনলেন মেসি !!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

ফুটবল বিশ্বে দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে চলেছেন লিওনেল মেসি। বিশ্বে এমন কোনো অর্জন নাই, যা তার ঝুলিতে নেই। ইতোমধ্যে বহুল প্রতিক্ষিত গোল্ডেন ট্রফিটাও যোগ করেছেন নিজের অর্জনের ঝুলিতে। তবে এতকিছুর পর ক্যারিয়ারের প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সেই সাথে ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন রেকর্ড ৮ বার। এবার সেই পুরস্কারকে মেসি স্মরণ করলেন অন্যভাবে। বহুল আলোচিত মেসির হাইড্রেশন ড্রিঙ্ক ‘মাস +’ চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম করন করা হয়েছে অরেঞ্জ ডি’ অর ।

মেসি বাজারে হাইড্রেশন ড্রিংক আনবেন– এটা বলা হয়েছিল আগেই। ফ্যাক্টরি দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার। এবার সত্যিই এলো তা। ‘মাস +’ নামে বাজারে আসছে এই ড্রিঙ্ক।
স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

মেসির এই হাইড্রেশন ড্রিংকে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী ১৩ই জুন। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।

মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের সঙ্গে মিল রেখে একটি ফ্লেভারের নাম রাখা হয়েছে “ওরেঞ্জ ডি’অর”।
অরেঞ্জ ডি’ অর ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। পানীয়ের নাম মাস+ রাখার ব্যাপারে মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে।

মায়ামি পাঞ্চে বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং মায়ামি শহরকে উল্লেখ করেছেন। জামের সঙ্গে রাখা হয়েছে আনারসের হালকা মিশ্র। অরেঞ্জ ডি’ অরে রাখা হয়েছে কমলার অ্যাসিডিক স্বাদ। বেরি কোপা ক্রাস ফ্লেভারে ৭টি কোপা দেল রে এবং ২০২১ সালে জয় করা কোপা আমেরিকার স্মৃতি ফেরাতে চেয়েছেন মেসি। জাম এবং চেরি ফলের মিশ্রণে তৈরি করা হয়েছে ।

আর সবশেষ ফ্লেভার হিসেবে আছে লিমন লাইম লিগ। ক্যারিয়ারের চার চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে বাছাই করা হয়েছে এই নাম। লেবুর ফ্লেভারে বাজারে আসবে এটি।

এ ব্যাপারে মেসি জানান, মাঠে খেলার সময় নিজের শরীরে তরলের চাহিদা পূরণের জন্য মনের মতো পানীয়ের অভাবে ভুগছিলেন তিনি। সেখান থেকেই চিন্তা করেন নিজেই পানীয় ব্র্যান্ড চালু করার, যা কর্মক্ষমতা ও স্বাদের মধ্যে সমন্বয় করতে সক্ষম হবে। তারই ফলশ্রুতিতে এ স্পোর্টস ড্রিংক আসতে যাচ্ছে বাজারে।

মাস+ পানীয়তে থাকছে ইলেক্ট্রোলাইট, ভিটামিন ও প্রাকৃতিক স্বাদ। ১৬.৯ আউন্সের প্রতিটি বোতল থেকে পাওয়া ১০ ক্যালরি। এতে চিনির পরিমাণ ১ গ্রাম।

উল্লেখ্য, মার্ক অ্যান্থনি ব্র্যান্ড এর হোয়াইট ক্ল নামক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এ পানীয় বাজারে আনছেন মেসি। আগামী ১৩ জুন থেকে ফ্লোরিডায় পাওয়া যাবে এটি।

  • ঊষারবাণী
  • কোপা
  • মাস+
  • লিওনেল মেসি
  • হাইড্রেশন ড্রিঙ্ক
  • হাইড্রেশন ড্রিঙ্ক ‘মাস +’
  •   local-nogod-300-x-250