একই দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানোর পর, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই দুই ব্যাটার হাসিমুখে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানান।
ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় নিজের বিদায়ের কথা জানান কোহলি। আধ ঘণ্টা পর, রোহিত শর্মা সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। কোহলির মতো, ভারতের অধিনায়কও জানান যে জাতীয় দলের হয়ে এটিই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে রোহিত শর্মা বলেন, “আমার এটাই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এই সংস্করণকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে আমার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছিল। এটাই আমি চেয়েছিলাম।”
কোন সময় অবসর নেওয়ার কথা ভেবেছেন, এমন প্রশ্নের জবাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “সবসময় আমি শিরোপাটা জিততে চেয়েছি। সত্যি বলতে আমি খুব করে চেয়েছি। এটাকে ভাষায় প্রকাশ করা কঠিন। আমার জন্য এটা খুবই আবেগঘন মুহূর্ত ছিল। আমি আমার জীবনে এই ট্রফির জন্য উদগ্রীব ছিলাম। অবশেষে জিততে পারায় খুবই খুশি।”
২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। এরপর ১৭ বছরে তিনি ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। সব মিলিয়ে ভারতের জার্সিতে ১৫৯ ম্যাচে ৪ হাজার ২৩১ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান আর কেউ করেনি। ৩২.০৫ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইক রেটে রান করা রোহিত ৫টি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি করেছেন।
২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া কোহলি এই সংস্করণে ১২৫ ম্যাচ খেলে ৪১৮৮ রান করেছেন। রোহিত শর্মার পর টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।